সভাপতির বাণী
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীকে global village ধরা হয় । তাই দৈনন্দিন কাজ কর্মে তথ্য আদান প্রদান সংরক্ষণে প্রতিটি বিদ্যালয়ে “ওয়েভ সাইট” খোলার প্রয়োজনিয়তা রয়েছে এবং বর্তমান সরকারের ভিশন ২০২১ কার্যকরী করণের লক্ষ্যে অত্র বিদ্যালয়ে নিজস্ব ওয়েব পেইজ খোলা হয়। এখন থেকে অত্র বিদ্যালয়ে সংশ্লিষ্ট ওয়েব সাইটের মাধ্যমে তথ্য উপাত্ত গ্রহণ, প্রদান ও সংরখণ করা হবে। প্রাথমিক ভাবে সংক্ষিপ্ত পরিসরে তা করা হল। ধাপে ধাপে সাইটের পরিসর বড় করা হবে। অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বর্তমান সর্কারের ভিশন ২০২১ কে স্বাগত জানাই এবং কার্যকরীকরনের সহায়তা প্রদানে বদ্ধ পরিকর।
ওলিউর রহমান এ্ডভোকেট
- সভাপতি ম্যানেজিং কমিটি
- সড়কের বাজার উচ্চ বিদ্যালয়